সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে জাফলং ভিউ রেষ্টুরেন্টে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, ট্যুরিষ্ট পুলিশের ওসি দেবাংশু কুমার দে, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার জয়নাল অাবেদিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জৈন্তাপুর শাখার ইনচার্জ সৈয়দ ফারুক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই জুনেদ আহমেদ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, সম্পাদক আব্দুর রহিম, জাফলং পর্যটন মোটেলের ম্যানেজার ইসমাইল আলী, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যাবসায়ী সমিতির সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি ওমর অালী, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদ, সাংবাদিক মিনহাজ মির্জা, শাহ আলম, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, ক্ষুধা রেস্টুরেন্টের প্রোপাইটর কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী, জাফলং স্টুডিও মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফচো গ্রাফার সমবায় সমিতির সভাপতি সাজু আহমেদ, জাফলং ট্যুরিষ্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া, নৌকা চালক সমিতির কুটি মিয়া প্রমূখ।
Sharing is caring!