বিশ্বনাথে জমে উঠেছে ঈদের বাজার

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯

বিশ্বনাথে জমে উঠেছে ঈদের বাজার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে প্রবাসী অধূষ্যিত বিশ্বনাথের মাকের্টগুলো। ঈদের হাতেগুনা কয়েকদিন বাকি থাকতে ঈদের কেনাকাটা করতে ব্যস্থ সময় পার করছেন মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নতুন জামা কিনতে মহিলাদের পাশাপাশি শিশুরাও পছন্দের নতুন জামা কিনছেন প্রতিযোগিতা মূলকভাবে।
ঈদকে সামনে রেখে বিশ্বনাথ পুরানবাজার ও নতুনবাজারের মার্কেটগুলো সাজানো হয়েছে নতুন সাজে। বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি,আল আকছা মার্কেট, আব্দুল মান্নান মার্কেট, আল-বুরাক শপিং সিটি, জবান উল্লা মার্কেট, আলকাছ মিয়া এভিনিউসহ ফুটপাতের দোকানগুলোতে ভীড় লেগেই আছে। আজ বৃহস্পতিবার আল-হেরা শপিং সিটি ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটা করতে মার্কেটে মানুষের উপছে পড়া ভীড় লেগেই আছে। একটুও ফুসরত নেই দোকানিদের। শাড়ীঘর, প্যান্ট, বাচ্চাদের শপ, জোতা, টেইলার্স, জুয়েলারী শপ, কসমেটিক্সসহ সব ধরনের দোকানে ব্যবসা হচ্ছে জমজমাটভাবে।
আল-হেরা মার্কেটে শপিং করতে আসা শিশু নাঈম আহমদ বলেন, নতুন জামা কিনতে বাবার সাথে এসেছি। ঈদের দিন নতুন কাপড় পড়ে নানাবাড়িসহ বিভিন্ন জায়গায় ঘুরতে যাব।
আফরিন বেগম রিমা বলেন, ঈদের কেনাকাটা (জামা-কাপড়) প্রায় শেষ পর্যায়ে এখন কিনতে এসেছি ঈদের জন্য কমমেটিক্স।
শিশু সাঈদ নোমান বলেন, বোনের সাথে এসেছি জোতা, খেলনা কিনতে। আমার পছন্দ মত ঈদ করতে বিদেশ থেকে বাবা আমাকে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে আমি ঈদেও কেনাকাটা করেছি।
আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী রুহেল আহমদ, রাসেল আহমদ, বাবলু, ফয়জুল ইসলাম, টিপু আলী, তাইয়ুব আলী, মনির আহমদ, রাসেল আহমদ, আবুল কাহের, হাজেরা বেগম, রিপন আলীসহ বেশ কয়েকজন বলেন-ক্রেতা ব্যবসা জমে উঠেছে। মানুষের নাগালের ভিতরে জামা-কাপড়ের দাম থাকায় সবাই কেনাকাটা করতে পারছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..