সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯
এবার সিলেট নগরীর ফুটপাতের হকার ব্যবসায়ী ও রং পার্কিং এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর যানজট নিরসন ও জনসাধারণের হাঁটাচলার সুবিধার জন্য রমজানের শুরু থেকে এ অভিযানে পরিচালনা করে আসছে ট্রাফিক বিভাগ।
অব্যাহত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে ধাপে ধাপে রাত পর্যন্ত চলে এ অভিযান। এসময় প্রথম ধাপে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত, দ্বিতীয় ধাপে আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত, রাতে পুনরায় কোর্ট পয়েন্ট থেকে অভিযান শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্ট হয়ে বারুতখানা, জেলরোড, নয়াসড়ক, কুমারপাড়া, নাইয়রপুল, জল্লার পাড়, রিকাবিবাজার পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় সড়কের উভয় পাশের ফুটপাতে বসা অবৈধ দোকানপাট ও সড়কের পাশে থাকা রং পার্কিং উচ্ছেদ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন- ট্রাফিকের এডিসি নিকুলিন চাকমা, এডিসি জ্যোতির্ময় সরকার, টিআই প্রশাসন হাবিবুর রহমান, টি.আই মো. হানিফ মিয়া, টি.আই শরিফ ইসলাম, টি.আই বদিউল আমিন, প্রসিকিউশন ইনচার্জ সার্জেন্ট আবুবকর শাওন, সার্জেন্ট নুরুল হুদা, সার্জেন্ট নুরুল আফসার, সার্জেন্ট ফাহাদ মোহাম্মদ, সার্জেন্ট স্বপন তালুকদার, সার্জেন্ট শেখ মঞ্জু, সার্জেন্ট প্রকাশ দেবনাথ, সার্জেন্ট সুবীর তালুকদার, সার্জেন্ট চয়ন তালুকদার, সার্জেন্ট পাঙ্কু তালুকদার, টি.এস.আই আকবর প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd