সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ বিনাশুল্কে নিয়ে আসা আরো একটি চোরাই কয়লার চালান জব্দ করেছে।
সোমবার জব্দ তালিকা শেষে এসব কয়লা ও মাদকের চালান সুনামগঞ্জ কাষ্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়। ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ(বিজিবি)সুনামগঞ্জ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স মিডিয়া সেল জানায়,জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিজিবি টহলদল সীমান্ত গ্রাম জঙ্গলবাড়ি হতে এক কেজি গাঁজা জব্দ করে।,
সোমবার রাতে বিজিবির পক্ষ থেকে উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের হাবিবুর রহমানকে পলাতক আসামি দেখিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে উপজেলার টেকেরঘাট বিওপির বিজিবি টহল দল বড়ছড়া শুল্ক ষ্টেশনের একটি ডিপোতে বিনা শুল্কে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ১২২৫ কেজি কয়লা জব্দ করেছে। পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুরের চিনাকন্দি বিওপির বিজিব টহল দল সীমান্ত গ্রাম গুচ্ছগ্রাম হতে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd