সিলেটের আলোচিত চাঁদাবাজ মনফর চেয়ারম্যান পিস্তলসহ গ্রেফতার

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

সিলেটের আলোচিত চাঁদাবাজ মনফর চেয়ারম্যান পিস্তলসহ গ্রেফতার

সিলেটের বহুল আলোচিত চেয়ারম্যার মনফর আলী মনফর ওরয়ে জলদস্যু মনফরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যে পৌণে ৭ টায় জালালাবাদ থানাধীন ইসলামগঞ্জ বাজারস্থ ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃৃত মনফর আলী ওরফে বন্দুক মনফর এসএমপি’র জালালাবাদ থানার পুরান কালারুকা গ্রামের মৃত হাজী মন্তাজ আলীর পুত্র ও সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

মনফর আলীকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ।

জালালাবাদ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মনফর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশ অ্যাসল্টসহ ৯টি মামলা রয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।

এসময় পুলিশ চেয়ারম্যান মনফরের কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করে। অভিযোগ পাওয়া গেছে, চেয়ারম্যান মনফরের কাছে আরো বেশ কিছু অগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি ও তার সন্ত্রাসী চক্র অস্ত্র তৈরী ও ব্যবসার সাথে জজিত বলে এলাকাকাবাসী জানিয়েছেন। চেয়ারম্যান মনফরের বিরুদ্ধে অস্ত্রসন্ত্রাস, ভোটডাকাতি, রাহাজনী চাঁদাবাজি, নারী নির্যাতন, নারী অপহরণ, ধর্ষণ, পুিলশের উপর একাধিকবার গুলিবর্ষণ-সহ বিভিন্ন অভিযোগে ডজনখানিক মামলা রয়েছে।

এর মধ্যে পুলিশের উপর গুলিবর্ষনের পৃথক মামলা ও অস্ত্র মামলায় সে পলাতক রয়েছে। তিনি এবং তার বন্দুকের নলের মূখে সিলেট সদরের জালালাবাদ, হাটখোলা ও মোগলগাওঁ এই দিন ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষজনকে জিম্মি করে রেখেছিলেন। কথায় গুলি চালিয়ে জনগনকে ভীত-সন্ত্রস্থ করে চাঁদাবাজি-সহ নানা অপকর্ম চাীলয়ে যাচ্ছিলেন এই তিন ইউনিয়ন এলকায়। গত ২০১৫ সালে এলাকার বাজারে বন্দুক দিয়ে বেপরোয়া গুলি চালিয়ে শতাধিক লোককে আহত করেন।

সিলেট সদরের সিঙ্গেরখাল নদীতে পাথরকবাহী বিভিন্ন নেওযানে অবাঁধে চাঁদাবাজি করছিলেন। প্রতিরোধ করতে পুলিশ গেলে চলতি বছরের ১৯ জুন জালালাবাদের খাসরগাওয়ে এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে চেয়ারম্যান মনফর। পরবর্তীতে এ বছরের ২৫ জুলাই একটি মামলায় তার সহযোগীকে ধরতে গেলে আবারো পুলিশের উপর গুলিবর্ষণ করেন মনফর। এ সময় কয়েকজন পুলিশ আহত হয়। এ দু ঘটনায় মামলা হলে পলাতক থেকে প্রওকাশ্যে চাঁদাবাজি ও ইউনিয়ন অফিসের কাজ করে আসছিলেন তিনি ।

সম্প্রতি জালালাবাদ, হাটখোলা ও মোগলগাঁও ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বান্দিারা চেয়ারম্যান মনফর আলী ওরফে বন্দুক মনফরের জিম্মিদশা থেকে মুক্তি পেতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন ও স্মারকলিপি প্রদান কররে টনক নড়ে সরকার ও প্রশাসনের। ফলে শুক্রবার সন্দ্যায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। চেয়ারম্যান মনফর ওরফে বন্দুক মনফরকে গ্রেফতারে তিন ইউনিয়নের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এলাকাবাসী অস্ত্রসন্ত্রাসী চেয়ারম্যান মনফরে বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন। জালাবাদ থানার অফিসার ইনচার্জ ওকিল উদ্দিন আহমদ চেয়ারম্যান মনফরকে অস্ত্রসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..