সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হওয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাহবুবুল হক শেরীন। উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শেরীন দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
সোমবার (১৪ অক্টোবর) বিকাল চারটায় প্রশাসনের সহযোগিতায় মাহবুবুল হক শেরীনের পক্ষে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির।
মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট কেন্দ্রের সংখ্যা ১০টি। ৯টি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক শেরীন আনারস প্রতিকে ৫৫৭৩ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির আব্দুল কাদির নৌকা প্রতিকে পেয়েছেন ৩৩৮৪ ভোট।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন বলে জানা গেছে। মিরপুর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৩৯০ জন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd