সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। আটকৃত ভুয়া ডাক্তার নীলকান্ত দাশ মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নোয়াগাঁও গ্রামের বানিক্য দাসের ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় তাকে আটক করেন হাসপাতালের স্টাফ ও আনসার পিছি নাসির উদ্দিন। পরে তাকে এসএমপি’র কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, নীলকান্ত দাস প্রায় ৩/৪ মাস থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘোরাফেরা করছেন। হাসপাতালে দায়িত্বরত ইন্টার্নি চিকিৎসকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি নিজেকে হাসপাতালের ডাক্তার বলে পরিচয় দিয়ে আসছিলেন।
আজ নীলকান্ত দাসকে দেখলে দায়িত্বরত স্টাফের কাছে বিষয়টি সন্দেহজনক হলে স্টাফ ও আনসার বাহিনীর সদস্যরা তাকে জেরা করেন। খোঁজ নিয়ে দেখেন- নীলকান্ত দাস নামে কোন ডাক্তার ওসমানী হাসপাতালে নেই। পরে তাকে ভুয়া ডাক্তার বলে সনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd