কোম্পানীগঞ্জে ভারতীয় মহিষের হামলায় আহত মাওলানা জামালের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

কোম্পানীগঞ্জে ভারতীয় মহিষের হামলায় আহত মাওলানা জামালের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে ভারত থেকে আসা মহিষের হামলায় আহত মাওলানা জামাল উদ্দিন মোল্লা (৩৫) মারা গেছেন। শনিবার বিকেল ৫টার দিকে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামাল উদ্দিন মোল্লা কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা মো. দিলু মিয়ার ছেলে।

পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন জানান, গত বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ, পাড়ুয়া, কাঁঠালবাড়ী, লম্বাকান্দি গ্রামে তাণ্ডব চালায় একটি পাগলা মহিষ। এতে জামাল উদ্দিন মোল্লা ও উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

এর মধ্যে জামাল উদ্দিন মোল্লাকে গুরুতর আহত অবস্থায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, গত বুধবার দুপুরেই লম্বাকান্দি গ্রামে লাইসেন্স করা বন্দুক দিয়ে মহিষটিকে চারটি গুলি করা হয়। এরপর মহিষটি দুর্বল হয়ে পড়লে এলাকাবাসী সেটিকে ধরে জবাই করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..