সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯
সিলেট নগরের মাউন্ট এডোরা হসপিটালের সাক্ষর জাল করে হাসপাতালটিতে নিয়োগ বানিজ্য করার সময় এক যুবককে আটক করেছে হাসপাতাল কতৃপক্ষ। পরে তাকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মাহমুদুল্লাহ শাওন। সে বালাগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আতাউর মিয়ার ছেলে।
হাসপাতাল সুত্র জানায়, সম্প্রতি মাউন্ট এডোরা হসপিটাল মসজিদে ইমাম ওয়াজ্জিন পদে ফয়সল আহমদ নামে একজনকে হাসপাতালের ম্যানিজিং ডাইরেক্টর এর সাক্ষর জাল করে টাকার বিনিময়ে নিয়োগ দেয় শাওন। পরে বিষয়টি হাসপাতাল কতৃপক্ষের নজরে আসলে কৌশলে শাওনকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, ‘ভূয়া ডাক্তার সেজে ঐ যুবক বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। তাকে মাউন্ট এডোরা হসপিটাল থেকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে মাউন্ট এডোরা হসপিটালের এজিএম ও মার্কেটিং প্রধান রাশেদুল ইসলাম বলেন, ‘মাউন্ট এডোরা হসপিটাল কোন সময়ই চাকরির ব্যাপারে কারো কাছ থেকে টাকা নেয় না। প্রতারক মাহমুদুল্লাহ শাওনকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd