সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯
মনজুর আহমদ, গোয়াইনঘাট :: গোয়াইনঘাটের প্রবাসী লোকমানের মাতৃভুমিতে পা রাথা হলনা। বিমানেই চলে গেলেন না ফেরার দেশে। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে উনার বয়স ছিল ৪৩বছর। তিনি স্ত্রী ছেলে রেখে গেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় সৌদি আরব জিদ্দা এয়ারর্পোট থেকে বাংলাদেশগামী সৌদি এয়ারলাইন্সে।
সরজমিন জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই খলা গ্রামের মৃত নিছার আলীর পুত্র লোকমান আহমদ প্রায় ২যুগ ধরে প্রবাসে (সৌদিআরব) থাকেন।তিনি র্দীঘদিন থেকে ঝঠিল রোগে আক্রান্ত ছিলেন। এরই প্রেক্ষিতি দেশের মাটিতে চিকিৎসা নিতে শুক্রবার দুপুরে জিদ্দা থেকে জন্মভুমির উদ্দেশ্যে রওয়ানা দেন। ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দরে বিমান নামার ১০মিনিট পুর্ব বিমানেই লোকমান মৃত‚্য বরণ করেন। এসময় বিমান বন্দরে অপেক্ষায় ছিলেন তার জন নিকট আত্মীয়।
বিমানবালা লোকমানের সাথে থাকা একজন আত্মীয়’র ফোন নম্বারে মৃত‚্য বিশয়টি নিশ্চিত করেন। এক পর্যায় এমবেসির সহযোগিতায় রাত ১২টার দিকে স্বজনরা লাশ গ্রহন করে এম্বোলেনস যোগে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।
শনিবার সকাল ৮টায় লাশ নিয়ে বাড়ীতে পৌছেন। এসময় স্বজদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উটে। এদিকে বেলা ১১টায় খলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে লাশ দাফন করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd