সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার মারা গেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আকলিমা আকতার জুলিয়া ওরফে জুঁই (২৫)।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান বলেন, সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
গত শনিবার সকালে কাজীপাড়ার বাসা থেকে রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেলে ফার্মগেইটে যাওয়ার পথে বিজয় সরণী মোড়ে মোটর সাইকেল থেকে পড়ে আহত হন জুঁই।
ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী জুঁই পড়ালেখার পাশাপাশি ফর্মগিইটের একটি কোচিং সেন্টারে পড়াতেন। ওই কোচিং সেন্টারে যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়েছিলেন তিনি।
জুঁইয়ের বাবা আবুল কালাম বলেন, “দুর্ঘটনায় মাথায় আঘাত লাগায় সে অচেতন ছিল। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে সোমবার সকালে সে মারা যায়।”
এই ঘটনায় কারও বিরুদ্ধে তার অভিযোগ নেই বলে জানান আবুল কালাম।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা খবর জানার পর তারা খোঁজখবর নিয়েছেন, এ বিষয়ে তারা কোনো অভিযোগও পাননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd