সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ডায়াগনেস্টিক সেন্টার থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৈধতা না থাকার কারণে অরবিট ডায়াগনষ্টিক সেন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে এই ডায়াগনেষ্টিক সেন্টারটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া জাবা ডায়াগনেষ্টিক সেন্টার ও হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে।
এক্স-রে রুম ও ল্যাবরেটরী চাহিদা মোতাবেক না হওয়ায় মডেল ডায়াগনেষ্টিক সেন্টার থেকে ৪০ হাজার, নিউ পপুলার ডায়াগনেষ্টিক সেন্টার থেকে ৩০ হাজার, ইউনিক ডায়াগনেষ্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (০২ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
মেডিকেল প্র্যাকটিস এবং বে-সরকারী ক্লিনিক ও ল্যাবরটরিজ(নিয়ন্ত্রন) অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অর্থদন্ড প্রদান করা হয়। এসময় কৈতক হাসপাতালের আরএমও ডাঃ মোজাহারুল ইসলামসহ থানা পুলিশ অভিযানের সাথে ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd