সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
ক্রাইম ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের মসজিদ মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। সোমবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হননি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোকান মালিকরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগ্রাম বাজারের মসজিদ মার্কেট এলাকার সুনাম স্টোর, বাবুল স্টোর ও ইসলাম উদ্দিনের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বড়লেখা স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও এর আগেই দোকানগুলোর সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তিন দোকানের মালামাল পুড়ে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত করে দেখা হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd