সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পুলিশ বাহিনীর সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ রবিবার দুপুরে ঢাকার অদূরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী এ সময় বলেন, শিল্প সেক্টরে শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার কারণে মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে।
শিল্প সেক্টরে পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশ নিরাপত্তা প্রদান করার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে। এ ছাড়া শিল্প পুলিশের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে। শিগগির এ প্রস্তাব অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে আইজিপি জাবেদ পাটোয়ারী শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন এবং বৃক্ষরোপন করেন।
অনুষ্ঠানে এ সময় শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd