সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর চৌহাট্টাস্থ স্যামসাং মোবাইল ফোনের শোরুম থেকে চুরি হওয়া ৩৬টি মোবাইল ফোন সেটসহ চোরচক্রের চার সদস্যকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে। আজ রবিবার তাদেরকে সিলেট আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রামের সাতকানিয়া থানার শিববাড়ির আরাফাত হোসেন (২৭), বন্দর থানার পকেট গেইট কলসিদিঘীরপাড়ের রুবেল শেখ (২৫), একই থানার মাইলের মাথার মনসুর বিল্ডিংয়ের শফিকুল ইসলাম (৩০) ও একই এলাকার ইমরানের বিল্ডিংয়ের রেজাউল ইসলাম।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, গত ৭ জানুয়ারি সিলেট নগরীর চৌহাট্টাস্থ আর এন টাওয়ারে স্যামসাং শোরুমে চুরির ঘটনা ঘটে। চোরেরা শোরুম থেকে বিভিন্ন মডেলের ৩৬টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। এ ঘটনায় ৯ জানুয়ারি কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোরদের সনাক্ত করে গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাই ৩৬টি মোবাইল। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা পেশাদার চোর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd