সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : চুয়াডাঙ্গায় দুই রোহিঙ্গা যুবতীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগির বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রধান আমির হোসেনের মেয়ে জুবাইরা খাতুন (২০), বালুখালি ২৬ নম্বর ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে আনোয়ারা খাতুন (১৯), বরিশাল জেলার বাগদা গ্রামের ফজর আলীর ছেলে জাকির হোসেন (৪২) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে নাফিজ সাদিক (২৬)।
পুলিশ জানায়, দুই রোহিঙ্গা যুবতীসহ চারজন চুয়াডাঙ্গা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে। গোপনে এমন খবর পেয়ে উপজেলার ডুগডুগি বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ইজিবাইকে থাকা ওই দুই রোহিঙ্গা যুবতীসহ চারজনকে আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, আটকদের মধ্যে দুজন রোহিঙ্গা যুবতী। বাকি দুজন দালাল। দালালের পরামর্শেই ওই দুই রোহিঙ্গা যুবতী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd