সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
বিশেষ প্রতিনিধি :: জগন্নাথপুরে তৈয়ব আলী হত্যা মামলার প্রধান আসামি হারিস আলীসহ ৭ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি শেষে হাই কোর্টের বিচারপতি মোঃ আবু তারিক সম্পতি আসামিদের সাজা বহাল রেখে রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের শহীদ আলীর ওরফে শাইদ আলীর ছেলে হারিস আলী, একই গ্রামের মৃত আলমন্দর আলীর ছেলে সামুজ আলী, মৃত আলমেদার আলীর ছেলে মকদ্দস আলী, সাদিক আলী, আলমেদা আলীর ছেলে আশিক আলী, কলমাদার আলীর ছেলে ছোটন ওরফে আবুল কাহার, বাবুল মিয়া। সুনামগঞ্জ জেলার বিজ্ঞ দায়রা জজ বিচারিক আদালতের দেয়া ৫ বছরের সাজাকে দেড় বছর সশ্রম কারাদন্ড হাইকোর্ট বহাল রেখেছেন মামলার বাদী মন্তাজ আলী অভিযুক্ত আপিলকারীদের ২১জনকে আসামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বাদী উল্লেখ করেন যে, সেটেলমেন্ট জরিপকালে ভূমি সংক্রান্ত বিরোধ থেকে অভিযুক্তরা মারাত্নক অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা চালায় এবং আসামি কমরু তাকে হত্যার জন্য আদেশ প্রদান করে। এতে ভিকটিম তৈয়ব আলী মারা যান। মামলা দায়েরের পর জগন্নাথপুর পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে অভিযুক্ত আপীলকারীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে এবং ৭জন আসামির বিরুদ্ধে ফাইনাল রির্পোট দাখিল করে। উল্লেখ্য, তৈয়ব আলীকে ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর হত্যা করা হয়।
দীর্ঘ আট বছর বিচার শেষে বিচারক হারিস আলীসহ ৭ আসামিকে ২০০৩ সালের ১৩ জুলাই সুনামগঞ্জ এ মামলার রায় ঘোষণা করে। রায়ে ৭ আসামির কারাদন্ড দেয়া হয়। বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি হারিস আলী সুনামগঞ্জ জেল হাজতে রয়েছেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল এনামুল হক মোল্লা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd