সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
সিলেট :: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার মাধ্যমে দেশি-বিদেশি সকল বিনিয়োগকারীরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্যের প্রচার করছে।
মঙ্গলবার সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন, ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচলনা কমিটির আহবায়ক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র ১ম সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি আরো বলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিক্রমে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় মেলার আয়োজন করা হয়েছে। আমরা চেম্বার নেতৃবৃন্দ অতীতেও শাহী ঈদগাহস্থ খেলার মাঠে মেলা আয়োজনের মাধ্যমে মাঠের উন্নয়নের জন্য সব সময় সহযোগিতা করে আসছি। ভবিষতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল ১০টায় ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের কাজ পরিদর্শন করেন চেম্বার নেতৃবৃন্দ।
তারা মেলার সার্বিক আয়োজন ও নির্মিত দোকানপাঠসহ যাবতীয় কাজের অগ্রগতি সর্ম্পকে খোঁজ খবর নেন। গত ৩ ফেব্রুয়ারি বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে এই মেলার ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।
এসময় মেলার মাঠের কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাবেক সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, রাজীব ভৌমিক, অজয় ধর, সচিব মো. জাহাঙ্গীর হোসেন, এসএমসিসিআই’র সদস্য মো. আব্দুল গফফার, মেলার সমন্বয়ক মো. আমির হোসেন প্রমুখ। উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষে শাহী ঈদগাহস্থ খেলার মাঠে শুরু হবে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র আয়োজনে ৬ষ্ঠ আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। উক্ত মেলাটি সুন্দর ও সুষ্টুভাবে পরিচালনা করতে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd