সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার নতুন করে আরেক ডাকাত আটক, ২টি মোবাইল সেট উদ্ধার, এ নিয়ে ডাকাতির ঘটনায় মোট ৬জন ডাকাত আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ২০ ফেব্রুয়ারি রাত ২.৩০ মিনিটে ১৫-১৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামের ডাক্তার সিদ্দিক মিয়ার বাড়ীর ভিতরে প্রবেশ করে দেশীয় লোহার তৈরি পাইপগান দ্বারা বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ১ লক্ষ ৮১ হাজার ৫ শত টাকা এবং ৩ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল সেট লুন্ঠন করিয়া নিয়া যায়। ২৩ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার রুপচেং গ্রামের কেরামত আলী উরফে বোদাই মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ইউনিয়নের বাদশাগঞ্জ গ্রামের মৃত আলম বেগ’র ছেলে আলকাস বেগ(৩২) কে আটক করা হয়। ডাকত সদস্যের নিকট হতে লুন্ঠিত ২টি (সেম্ফনী ভি-১৫৫ এবং অপো-এ৩এস) মডেলের দুটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
প্রসঙ্গ ডাকাতির ঘটনার ১৮ ঘন্টার মধ্যে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রুপচেং গ্রাম হতে ডাকাতির ঘটনার ধৃত আসামী আব্দুল হাকিম কিবরিয়ার বসতঘর হতে তাৎক্ষনিক ভাবে ৫ডাকাত সদস্য আটক করা হয়। এ পর্যন্ত আটককৃত ডাকাত দের দেওয়া তথ্যের বৃত্তিতে দেশীয় লোহার তৈরী ২রাউন্ড গুলি সহ ২টি ওয়ান শুটার পাইপগান এবং ১টি সেম্ফনী ভি-১৫৫ এবং ১টি অপো-এ৩এস উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, ডাকাতির ঘটনার পর তাৎক্ষনিক ভাবে ১৮ ঘন্টার মধ্যে ২টি অস্ত্রসহ ৫ডাকাত সদস্য আটক করি। অপর আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা আলকাস বেগ (৩২) আটক করতে সক্ষম হই, দুপুরে আটককৃত ডাকাত সদস্যকে আদালতে প্রেরণ করি। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমার ২টি স্পোশাল টিম অভিযান অব্যহত রেখেছে। সকলের সহযোগীতা জৈন্তাপুর উপজেলাকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ সহ সমাজ বিরোধী সকল অন্যায় অপকর্ম থেকে মুক্তকরতে পারব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd