সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়াদ শেষ হলেও শেষ হয়নি বেড়িবাধ কাজ। এ নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।
এবার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পোল্ডার-১ ও পোল্ডার-২ এলাকার বেড়িবাধ নির্মাণের জন্য পিআইসিদের সরকারি ভাবে শেষ তারিখ ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত মেয়াদ বেধে দেয়া হয়। তবে সরকারি নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনো অধিকাংশ পিআইসি কমিটির কাজ শেষ না হওয়ায় কৃষকদের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
যদিও পিআইসি কমিটির অনেকে জানান, বাধের কাজ শেষ প্রান্তে আছে। বাকি কাজ শেষ করতে আরো কয়েক দিন লাঘবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত সময় নিতে হবে।
এ ব্যাপারে জানতে পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজীর সাথে চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd