কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ উৎপেলেন্দু করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ উৎপেলেন্দু করোনায় আক্রান্ত

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাঃ উৎপেলেন্দু বিশ^াসের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শরফুদ্দিন নাহিদ জানিয়েছেন। কয়েকদিন আগে ডাঃ উৎপেলেন্দু বিশ^াসের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। তিনি আরো জানান, ডাঃ উৎপেলেন্দু বিশ^াসকে একটি বিশেষ এ্যাম্বুলেন্স করে আজ রাতেই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার উৎপেলেন্দু বিশ^াস কানাইঘাটের একজন জনপ্রিয় ডাক্তার। তিনি দীর্ঘদিন থেকে হাসপাতালে কর্মরত রয়েছেন। হাসপাতালের পাশে তার নিজস্ব চেম্বার রয়েছে। প্রচুর রোগী তার কাছে সেবা নিতে আসেন। করোনা ভাইরাস সংক্রমনের পর থেকেই ডাঃ উৎপেলেন্দু বিশ^াস স্বাস্থ্য বিধি মেনে হাসপাতাল ও নিজস্ব চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

উল্লেখ্য যে, ডাঃ উৎপেলেন্দু নিয়ে এ পর্যন্ত কানাইঘাট উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত ফারুক আহমদের পুনরায় নমুনা সংগ্রহের রিপোর্ট নেগেটিভ এসেছে, তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..