গোয়াইনঘাটে কৃষকদের পাশে সেনাবাহিনী

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ২০, ২০২০

গোয়াইনঘাটে কৃষকদের পাশে সেনাবাহিনী

গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পৃষ্টপোষকতায় ৫২ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় সিলেটের দায়িত্ব প্রাপ্ত সেনা ইউনিট ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কর্তৃক সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৫৪ জন গরিব প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে অধিনায়ক ৩৪ বীর (রিয়ার) মেজর মো. কামরুল হাসানের নেতৃত্বে দুস্থ, গরিব, অসহায় প্রান্তিক কৃষকদের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

সিলেট সেনানিবাসের ৩৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক মেজর মোঃ কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতিতেও বিভিন্ন দুর্যোগের মতো এবারও সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই সিলেটের সাধারণ মানুষের পাশে আছে।

সাধারণ মানুষকে ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি অসহায় মানুষদের মধ্যে সাধ্য মতো বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত সিলেট বাসীর পাশে থাকবে বলেও জানান তিনি।

এ ত্রাণ ও সবজি বীজ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা , উপজেলা চেয়ারম্যান , স্থানীয় গনমাধ্যম কর্মী ও গণ্য মান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সিলেট জেলায় ‘অপারেশন কোভিড শিল্ড’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ইতোমধ্যে বিভিন্ন ধাপে অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..