সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মীরের ময়দানস্থ ফারমিছ গার্ডেন হোটেল এবং রেস্টুরেন্টের কর্মীদের পবিত্র ঈদুল ফিতরের বোনাস প্রদান করেছেন ফারমিছ গার্ডেনের চেয়ারম্যান ফারমিছ আক্তার।
বুধবার (২০ মে) ফারমিছ গার্ডেনের এমডি রাফেজুল হক এই দুই প্রতিষ্ঠানের ২৬ জন স্টাফকে ঈদ বোনাস দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। স্টাফদের বিকাশ নম্বরে ঈদ বোনাস পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ফারমিছ গার্ডেন সূত্রে জানা যায়, করোনা প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৩ মার্চ পুরো মাসের বেতন দিয়ে হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে। পরবর্তীতে কল করে রেস্টুরেন্টের স্টাফদের খোঁজ খবর নিয়েছেন। এ সময় যাদের প্রয়োজন তাদেরকে বাজার করে দিয়েছেন।
ফারমিছ গার্ডেন হোটেলের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হুমায়ূন আহমেদ বলেন, হোটেল বন্ধ থাকার পরও আমাদের চেয়ারম্যান ম্যাডাম ও এমডি স্যার বিকাশে আমাদের ঈদ বোনাস পাঠিয়েছেন। এই বোনাস পেয়ে আমরা সকল স্টাফরা অনেক খুশি হয়েছি।
এ ব্যাপারে ফারমিছ গার্ডেনের চেয়ারম্যান ফারমিছ আক্তার বলেন, তারা সবাই আমার পরিবারের একটা অংশ। তারা আমার সাথে ছিল সবসময়। ওদের কথা চিন্তা না করলে আমার ঈদ হবে কীভাবে। ঈদের খুশি পূর্ণতা পায় ভাগাভাগির মাধ্যমে। তাই আমি আমার ঈদের খুশি তাদের সাথে ভাগ করে নিলাম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd