আসসালামু আলাইকুম ও আদাব প্রিয় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জবাসী সবাইকে “ঈদ মোবারক”। মুসলিম জাহানের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে গোয়াইনঘাট, জৈন্তা ও কোম্পানীগঞ্জ বাসী সকলকে জানাচ্ছি অগ্রীম ঈদের শুভেচ্ছা।
ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ। পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক সুখ শান্তির বার্তা৷ মুছে যাক মরণঘাতী করোনা ভাইরাস নামক মহামারী। আবার নিরাপদ বাসযোগ্য হয়ে উঠুক এই সুন্দর পৃথিবী। পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়। সেই সাথে সফলতার শুভ প্রত্যায়ে সবাইকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে: অাব্দুল হাকিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান গোয়াইনঘাট উপজেলা পরিষদ ও সাবেক সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি।