সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন আমেরিকা প্রবাসী বিবাহিত ব্যক্তির সাথে তাঁতী লীগ নেত্রী রওনক বিশাকা শ্যামলির বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়েছে।
মুক্তা মনি নামের একটি ফেসবুক আইডিতে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, গত ১৩ বছরে আমার দুলাভাই একবারও দেশে যাননি। কিন্তু এই মহিলার সাথে অনলাইনে যোগযোগ হওয়ার পর তিনমাসে দুইবার দেশে গিয়েছেন এবং এই মহিলার সাথে ঢাকা, চিটাগাং ও সিলেটের বিভিন্ন হোটেলে ছিল। আমার বোন জানার পর এই মহিলার কাছে ফোন করে বলেন যে, আপনি যেই লোকটার সাথে হোটেলে থাকতেছেন এই লোক বিবাহিত তার ৩ টা ছেলে মেয়ে আছে। দয়া করে সংসারটা ভাঙবেন না।
স্ত্রী অভিযোগ করে বলেন, প্রায় ১৭ বছর আগে আমার স্বামী মিজানুর রহমানের সাথে নোয়াখালীতে বিয়ে হয়। তারপর তিন বছর পর এক সন্তান নিয়ে আমেরিকা আসি। আমেরিকা আসার পর আমাদেরআরো দুই সন্তান হয়। সন্তানদের নিয়ে কোন রকম সুখের সংসার চলে যাচ্ছিল। আমেরিকা আসার পর হঠাৎ আমি দেখতে পাই আমার স্বামী অন্য মেয়েদের সঙ্গে কথা বলছেন। আমি প্রথমে পাত্তা দেই নি। কিন্তু দিনে দিনে দেখি উনি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন।
তিনি আরও বলেন, এর আগে জোহানা নামের স্প্যানিশ মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন আমার স্বামী। আমাকে এক ঘরোয়া করে রেখে উনি দিনের পরদিন বিভিন্ন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করে বেড়াচ্ছেন। আমি বাঁধা দিলে আমাকে শারীরিকভাবে গায়ে হাত তুলে মারধর করতেন। তিন সন্তানদের দিকে চেয়ে আমি আমেরিকায় প্রায় ১৩ বছর এসব নোংরা কাজ সহ্য করেছি। সন্তান ও আমার স্বামীর মান সম্মানের ভয়ে আমি কিছু বলিনি। অনেকবার উনি এসব করবেন না বলে মাফও চেয়েছেন কিন্তু উনি সেই কাজ আবার করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভাইরাল ছবি প্রসঙ্গে রওনক বিশাকা শ্যামলির বলেন, পুরো অভিযোগ ও ফেসবুক পোস্টটি মিথ্যা। উনি আমার সাথে বিয়ের আলাপ নিয়ে পারিবারিকভাবে দেখা করেন, এর চেয়ে বেশি কিছু না।রওনক বিশাকা শ্যামলি আরো বলেন, উনার স্ত্রীকে উনি ডিভোর্স দিয়েছেন। যে আমার সুনাম নষ্ট করার জন্য এসব ছড়াচ্ছে সেই মহিলা ছেলের বয়সী অন্য একজনের সাথে লিভ টুগেদার করে। তাই তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd