সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
সিলেট-ভোলাগঞ্জ রাস্তায় যানজটসহ যাবতীয় সমস্যা নিরসনের দাবিতে সিলেট সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উৎপল সামান্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন সিলেট জেলা ট্রাক মালিক গ্র“প এর নেতৃবৃন্দ।
গতকাল রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় চৌহাট্টাস্থ কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্র“প এর সভাপতি ইফতেখার আহমদ সুহেল, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক পুলক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, দফতর সম্পাদক আফজল আহমদ চৌধুরী, সদস্য নুর আহমদ খান সাদেক, সাব্বির ফয়েজ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট-ভোলাগঞ্জ সড়কটি এখন যানচলাচলের জন্য প্রায় অনুপযোগী। রাস্তার কাজের ফলে সব সময় যানজট লেগে থাকে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তিন উপজেলার জনসাধারণ। বিভিন্ন জায়গায় কাজের জন্য গর্ত হয়ে যানজট লেগে থাকে। এ গর্তগুলো মাঠি দিয়ে ভরাট করা হলে যানজট সমস্যা নিরসন করা সম্ভব। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করছি। তাছাড়া রাস্তা ভাংচুর হওয়ায় এখানে ডাকাতির সংখ্যা বেড়ে গেছে। রাস্তার ট্রাক সহ অন্যান্য যানবাহনগুলোকে আটকিয়ে হুমকি দিয়ে টাকা আত্মসাৎ সহ নানা ধরণের অপকর্ম ঘটে থাকে। সম্প্রতি সবচেয়ে বড় ডাকাতিগুলো এই রাস্তাতেই হয়েছে বলে উল্লেখ করা হয়।
স্মারকলিপির গ্রহণ শেষে সিলেট সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উৎপল সামান্তা উপরোক্ত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে এবং উপরোক্ত সমস্যা সমাধানে আশু ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd