সিলেটে ডিবি পুলিশের অভিযানে মদসহ আটক ৩

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

সিলেটে ডিবি পুলিশের অভিযানে মদসহ আটক ৩

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (দক্ষিণ জোন) অভিযানে মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকাল ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ থানাধীন টোলপ্লাজার কাছে অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান’র তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র’র নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় টোলপ্লাজার কাছে সিলেট থ ১২-৭৪১৫ রেজিস্ট্রেশনের একটি সিএনজি অটোরিকশাকে থামার জন্য সিগন্যাল প্রদান করলে পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাবার চেষ্টা করে। গোয়েন্দা পুলিশের দল সিএনজি অটোরিকশাকে পিছু ধাওয়া করে আটক করে তাল্লাশীকালে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

এ সময় অটোরিকশায় থাকা এসএমপি সিলেটের ভার্তখোলা এলাকার ওসমান মিয়ার পুত্র আইয়ুব আলী, আজগর আলীর পুত্র জমসেদ আলী ও হবিগঞ্জ জেলার লাখাই থানার চিকনপুর গ্রামের মোনাই মিয়ার পুত্র দুলাল মিয়াকে আটক করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) কল্লোল গোস্বামীর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজুর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..