সুনামগঞ্জের আরও ৫১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

সুনামগঞ্জের আরও ৫১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।

মঙ্গলবার (২৩ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৮ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত কিছু নমুনাসহ মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান তিনি।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফল জানা যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..