সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : শ্যামল সিলেট ডেস্ক: সিলেট সিটি করপোরেশন এর ১৯নং ওয়ার্ডের সচিব (প্রশাসনিক) মখলিছ এম রনির নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে https://www.facebook.com/moklis.mnroni নামে একটি ভুয়া আইডি খোলা হয়েছে।
গত ৩০ জুন বিষয়টি মখলিছ এম রনির পড়লে তিনি এ ঘটনায় আজ ১ জুলাই, বুধবার এসএমপির কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) (নং-২৩) করেছেন।
ভুয়া আইডির ব্যাপারে সবার সজাগ দৃষ্টি এবং কোনো প্রকার অপপ্রচারে কান না দেয়ার অনুরোধ মখলিছ এম রনি বলেন, https://www.facebook.com/mokhlisur.rahmanroni ফেসবুকে আমার মূল আইডি এটি। এই আইডি ব্যতীত আমার দ্বিতীয় কোনো আইডি নেই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd