সিলেট ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের দুটি ল্যাবে আজ ৮৯ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। তন্মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আরো ৩৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে ৫৫ জন শনাক্ত হন।
ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৪টি নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে সিলেটের ৩০ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন।
এদিকে, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাম্মাদুল হক।
তিনি জানান, নমুনা পরীক্ষায় ৫৫ জনের মধ্যে করোনার অস্তিত্ব মিলেছে। তন্মধ্যে ৩০ জন সিলেটের, ২৫ জন সুনামগঞ্জের।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫০ জন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd