সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
সিলেট জেলা পরিষদ উদ্যোগে শিক্ষাবৃত্তি ও আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচী অনলাইনে চালুকরণ বিষয়ক কর্মশালা শনিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের সাটলিপিকার এ.কে.এম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো: মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মোহাম্মদ আব্দুল আহাদ। জেলা পরিষদের সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, সাজনা সুলতানা হক চৌধুরী, সফটওয়ার উপস্থাপনা করেন আশরাফুল ইসলাম, মো: নূরুল ইসলাম, মো: মতিউর রহমান, মো: আলমাছ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ উপজেলার ৮ নং দশঘর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো: বাদশা মিয়া।
কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর করেন তাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো: আবুল কালাম, জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিয়েটর হানিফ তালুকদার, ইউনিয়ন পরিষদ সচিব সমিতি রঙ্গেশ কুমার প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd