সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ফরিদপুরে মানি লন্ডারিং মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী এবং কোতয়ালী থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে শহরের চরকমলাপুরের বাড়ি থেকে লেভীকে এবং হাড়োকান্দি এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে লেভীকে ফরিদপুরের আদালতে হাজির করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, রাজধানী ঢাকার কাফরুল থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর মানি লন্ডারিং মামলার আসামি ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বরকত হোসেন এবং ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে লেভী ও বিল্লালকে ওই মামলায় আসামি বলে জানায়।
তিনি বলেন, সিআইডির চাহিদা মতো মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে লেভী ও বিল্লালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে সিআইডি তাদের আদালত থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের জিম্মায় নেবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd