সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকার ধামরাইয়ে ঈদ আনন্দে নৌকায় বেড়াতে বের হয় পাঁচজন ছাত্রী। নৌকায় ভ্রমণ করার সময় হঠাৎ করে নৌকাটি উল্টে যায়। এসময় সাঁতার না জানা সকলের মধ্যে তিনজন বেঁচে ফেরে। পরে শিফা (১২) ও মীম (১২) নামের দুই ছাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে অচেতন অবস্থায় তাদের দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।
নিহত শিফা ও মীম উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামের এবং জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
এদিকে কুশরা ইউনিয়নের বান্নাখোলা গ্রামের বন্যার পানিতে গোসল করতে নেমে আফিয়া (৮) নামের এক শিশুর পানিতে ডুবে মারা যায়।
সাঁতার না জানাদের নৌকা ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধসহ সতর্ক করেছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd