গোয়াইনঘাটে মাটিতে পুঁতে ফেলা হলো কোরবানি পশুর চামড়া

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০

গোয়াইনঘাটে মাটিতে পুঁতে ফেলা হলো কোরবানি পশুর চামড়া

গোয়াইনঘাট প্রতিনিধি :: কোরবানি দেয়ার পর পশুর চামড়া বিক্রির জন্য সারাদিন অপেক্ষা করেছেন, কিন্তু কোনো ক্রেতা মেলেনি। তাই রাগে-ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন কোরবানিদাতারা।

এমন ঘটনায় ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং সহ বিভিন্ন ইউনিয়নে। ক্রেতা না পাওয়ায় সেখানকার কোরবানিদাতারা চামড়া মাটিতে পুতে ফেলেছেন।

জানা গেছে,  উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। সারাদিনেও এসব এলাকায় কোনো চামড়া কেনার লোক মেলেনি। তাই বাধ্য হয়ে অনেকেই মাটিতে গর্ত করে গরু ও খাসির চামড়া পুঁতে ফেলেন।

বিশেষ করে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোরবানিদাতারা প্রতি বছর চামড়া গুলা মাদ্রায় দান করেন এবং কেউ কেউ মাদ্রাসার কাছে বিক্রি করেন। কিন্তু এবারের ন্যায় এই এলাকায় কোন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা চামড়া সংগ্রহ করেননি। বিদায় বাধ্য হয়ে চামড়া পুঁতে ফেলছেন কোরবানিদাতারা।

যারা কোরবানি দিয়েছেন তারা আক্ষেপ করে বলেছেন চামড়া হচ্ছে রপ্তানি যোগ্য একটি শিল্প পণ্য। গত কয়েক বছর থেকে চামড়ার দাম কমে গেলেও অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এলাকাভিত্তিক কোরবানির চামড়া বিনা টাকায় সংগ্রহ করতেন। কিন্তু এবারের ঈদ-উল-আযহার দিনে কোন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ চামড়া বিনা টাকায় সংগ্রহ করতে দেখা যায়নি। যার কারনে হাজার হাজার গরু ও অন্যান্য পশুর চামড়া শেষ পর্যন্ত পুতে ফেলতে হয়।

গত বছর বিভিন্ন এলাকায় অনেক চামড়া ব্যবসায়ীরা এক প্রকার পানির দামে চামড়া ক্রয় করলেও এ বছর উপজেলার কোথাও কোন চামড়া ব্যবসায়ীদের দেখা যায়নি। যার কারনে রপ্তানিযোগ্য অনেক মূল্যবান পশুর চামড়া কেউ কিনতে না আসায় লক্ষ লক্ষ টাকার চামড়া পুতে ফেলা হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..