সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : খুলনায় বিভিন্ন হাসপাতালের নার্সদের বদলির নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃত সুদেব কুমার দাস (৩৪) বাগেরহাটের ফকিরহাট উপজেলার ষাটতলা এলাকার মনোতোষ দাসের ছেলে। শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) এএসপি মো. মাহবুব উল আলম জানান, গত ৩০ জুলাই নগরীর সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী কাশেমনগর এলাকার মো. মনিরুজ্জামান (৩০) খুলনা র্যাব-৬ এর কাছে সুদেব কুমার দাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তাতে তিনি উল্লেখ করেন যে, আবু বক্কর এর স্ত্রী চায়না ঢাকার একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছে। এমতাবস্থায় তার স্ত্রীকে ঢাকা হতে খুলনায় বদলি করে দেবে বলে প্রতারক সুদেব প্রতারণার মাধ্যমে আবু বক্কর এর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। টাকা নিয়ে বদলি করতে না পারায় টাকা ফেরত চাইলে নানা ধরনের ভয়-ভীতি দেখায়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সদর থানাধীন ২৪নং ওয়ার্ডস্থ গল্লামারী মোড় এর সামনে থেকে সুদেব কুমার দাসকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদেব নিজেকে আইণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দাবি করে দীর্ঘদিন ধরে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালের নার্সদের বদলির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া এবং অভিযোগকারী আবু বক্কর এর কাছ থেকে প্রতারণার মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা নেয়ার সত্যতা স্বীকার করেছে।
এ ঘটনায় তাকে কেএমপি, খুলনার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd