সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে গতকাল রবিবার (২ আগস্ট)। তাই আজ সোমবার (৩ আগস্ট) সিলেটে খুলছে অফিস-আদালত। খুলবে ব্যাংক-বীমা কার্যালয়ও।
গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শনিবার পালিত হয় ঈদুল আজহা। রোববারও ছিল ঈদের ছুটি। যদিও শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি।
ঈদের ছুটি শেষে আজ সোমবার সিলেটে অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা সিলেট শহরেই ঈদ করেছেন তারা যোগ দেবেন। তবে বিভাগের বিভিন্ন স্থানে গ্রামের বাড়িতে গিয়ে যারা ঈদ করেছেন তাদের ফিরতে বাড়তি ২-১ তিন লেগে যেতে পারে।
আর অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। কারণ- অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও কিছুদিন পর।
তবে অফিসপাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়। একইভাবে সিলেটের ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd