সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই পর্যটকের নাম জুবায়ের (২২)। সে ময়মনসিংহের গফরগাও লাম কাইন এলাকার জজ মিয়ার ছেলে।
আজ মঙ্গলবার বিকেলে পিয়াইন নদীর জিরোপয়েন্টে সে নিখোঁজ হয়।
জুবায়ের বায়তুল ফালাহ মাদ্রাসায় পড়ালেখা করতো।
পুলিশ সূত্রে জানা যায়, জুবায়ের তার ১৫ জন সাথী নিয়ে আজ মঙ্গলবার ময়মনসিংহ থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। এক পর্যায়ে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামলে সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা চেষ্টা চালিয়েও এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ, দমকল বাহিনী ও বিজিবির সমন্বয়ে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের এ চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd