সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে নৌপথে চাদাঁ উত্তোলন নিয়ে সম্প্রতি যে মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে তা একটি স্বার্থন্বেশি মহলের স্বার্থ হাসিলের লক্ষে মিডিয়ার কাছে বি আই ডাব্লিউ টি এ এর ইজারাদারদের ব্যবসায়ীক ক্ষতি করতে পরিকল্পিত ভাবে বি আই ডাব্লিউ টি এ এর ইজারাদারদের বিরুদ্ধে একতরফা ভাবে দোষারুপ করা হয় মূলত ছাতকের বি আই ডাব্লিউ টি এ এর ইজারাদার সূম্পুর্ণ সারকারি নীতমালা অনুসরণ করে বৈধ ভাবে চাদাঁ উত্তোলন করছে। সম্প্রতি একটি ইলেক্ট্রনিক্স মিডিয়ার ছাতকের বি আই ডাব্লিউ টি এ এর ইজারাদার এর চাদাঁ উত্তোলন নিয়ে যে সংবাদ প্রকাশিত হয় এ প্রকাশিত সংবাদে এক তরফা ভাবে ছাতকের ইজারদার কে দায়ি করা হয় এমন কি এখলাছ খানকে ছাতকের বি আই ডাব্লিউ টি এ এর ইজারাদার উল্লেখ করে ছাতক বি আই ডাব্লিউ টি এ এর ইজারাদার কে বিতর্কিত করা হয় এতে ছাতকের ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ছাতকের বি আই ডাব্লিউ টি এ এর ইজারদার হাজী মোঃ আতিক মিয়া জানান আমি বি আই ডাব্লিউ টি এ এর কাছ থেকে বিভিন্ন ঘাট ও এলাকা ইজারা নিয়ে সারকারি নীতিমালা মেনে চাদাঁ উত্তোলন করছি। এখানে কোন ধরনের অবৈধ চাদাঁ উত্তোলন হয়নি কিন্তু আমাকে বিতর্কিত করতে একটি মহল উটেপড়ে লেগেছে। তাই দীর্ঘ দিনের ছাতকের ব্যবসায়ী ঐতিহ্য নষ্ট করতে চায়।
এ ছাড়া চলন্ত নদী হতে চাদাঁ উত্তোলন করার নিয়ম না থাকলেও আমরা মাঝে মধ্যে চলন্ত নৌযান হতে একারনে চাদাঁ উত্তোলন করিযে অনেক নৌকার মাঝিদের কাছে নগদ টাকা সাথে থাকে না তাই পরবর্তী সময়ে মাঝিরা যে খানে নৌযান দাড় করিয়ে রাখে বা চলতি পথে আমরা সে খান থেকে টাকা উত্তোলন করতে হয়। কারণ বি আই ডাব্লিউ টি এ এর নীতিমালায় রয়েছে আমরা আমাদের নির্ধারিত এলাকা বা ঘাট সূমহের উভয় পাড় ইজারা নিয়েছি। তাই মিডিয়ার এসব মিথ্যা তথ্য দিয়ে যারা সংবাদ প্রকাশ করিয়েছে তাদের প্রতি তীব্রনিন্দা জানাই।
Sharing is caring!