নগরীতে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

নগরীতে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইটবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। নিহতের নাম রাফি আহমদ (১৮); তিনি হাওয়াপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। আহতের নাম শাহ আলম (২০)। এসময় স্থানীয়রা ট্রাকটিকে (ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩) আটক করে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা রাফি ও শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।

স্থানীয়রা জানান, রাফি ও শাহ আলম ফ্রিজের মেকানিক। মোটরসাইকেল যোগে তারা ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন এবং ঘাতক ট্রাকও এই সড়ক দিয়ে যাওয়ার পথে। এসময় মোটরসাইকেল (সিলেট হ-১২-৮৯১৯) ট্রাকটিকে অতিক্রম করতে চাইলে ট্রাকের সাথে ধাক্কা লাগায় তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..