সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ বাউরভাগ পূর্ব গ্রামে। এ ঘটনায় আজ শুক্রবার গুরুতর আহত আমিন উদ্দিনের পুত্র আব্দুল্লাহ জাহেদ বাদী হয়ে প্রতিপক্ষের জমির উদ্দিন সহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজ বাউরভাগ পূর্ব গ্রামের মৃত আরব আলীর পুত্র আমিন উদ্দিন (৬২) ও তার ভাই জমির উদ্দিন (৫৫) গংদের বাড়ির জমিজমার দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। জমির উদ্দিন গংরা তার ভাই আমিন উদ্দিনের পুরাতন বাড়ির জমির অংশ জোরপূর্বক দখল করার অপচেস্টায় লিপ্ত হয়। এ নিয়ে স্থানীয় সালিশ বিচার বসলে জমির উদ্দিন গংরা স্থানীয় বিচার উপেক্ষা করে গত সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন উদ্দিনের বসত বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায়। এতে আমিন উদ্দিন ও তার পরিবারের লোকজন জমির উদ্দিন গংদের বাঁধা প্রদান করলে জমির উদ্দিন গংরা রড দিয়ে আমিন উদ্দিনের ডান চোখে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ সময় তাকে রক্ষা করতে দুই ছেলে জুবের আহমদ (২০), জাহাঙ্গীর আলম (২৪) এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজনরা তাদের এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে জমির উদ্দিন গংরা আমিন উদ্দিন ও তার অপর ভাই রইছ উদ্দিনের বসত ঘর-দরজা ভাংচুর করে অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিওমেক হাসপাতালে ভর্তি করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd