সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা আজ শনিবার বিকেল ৩টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ক্লাবের নতুন দ্বিতল ভবনের চলমান কাজ ত্বরান্বিত সহ আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী যথাযথ ভাবে পালন সহ ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করার জন্য বিভিন্ন সিন্ধান্ত নেয়া হয়। ক্লাবের চলমান দ্বিতল ভবনের নির্মাণ কাজে অনেকে সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানোনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ। সভা শেষে ক্লাবের সিনিয়র সহ সভাপতি কানাইঘাটের প্রবীণ সাংবাদিক অসুস্থ এখলাছুর রহমানের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd