সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ফেনীতে ৭ হাজার ২শ ইয়াবা ট্যবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল থেকে ইয়াবাসহ শাহেদা আক্তার ওরফে খুশু বেগম (৫০) ও তার ছেলে আজগর আলীকে (২৭) আটক করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ এন এম নুরুজ্জামান, গোপন সংবাদ পেয়ে মহাসড়কের লালপুলে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে লালপুল ফুটওভার ব্রীজের নিচে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহেদা আক্তার ও তার ছেলে আজগর আলীকে আটক করে তল্লাশী চালানো হয়। তল্লাশীতে তাদের কাছে ৭ হাজার ২শ ইয়াবা বড়ি উদ্ধার করা যায়।
আটককৃত শাহেদা আক্তার ও তার ছেলে আজগরের বাড়ি কুমিল্লার দাউদকান্দির মালিখিলে। শাহেদা আক্তারের স্বামী ও আজগরের বাবা আবদুল মতিন। তার বর্তমানে চট্টগ্রাম জেলার ডাবলমুডিং থানার মনসুরাবাদের মিয়াবাড়ি রোডের বলখেলার মাঠের সামনে বকুল মিয়ার ভাড়াবাসা থাকে।
ওসি এ এন এম নুরুজ্জামান আরো জানান, আটককৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার ও বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশকে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd