সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের জালালাবাদে এক হিন্দু পরিবারের উপর নানামূখী নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। গত শনিবার (৮ আগষ্ট) এসএমপির উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করছেন নির্মালা রানী বর্মন (৭২) নামের এক নারী। অভিযোগকারী জালালাবাদ থানাধীন ব্রাক্ষন শাসন গ্রামের বঙ্গবন্ধু আ/এ এলাকার মৃত কর্ম চন্দ্র বর্মন এর স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, জালালাবাদ থানাধীন ব্রাক্ষন শাসন গ্রামের বঙ্গবন্ধু আ/এ এলাকার বশির মিয়া, কামাল মিয়া, আজাদ মিয়া, নাছির মিয়া, সামাদ মিয়া, রিপন মিয়াসহ একদল প্রভাবশালী-সন্ত্রাসী প্রতিবেশী ওই নারীর পরিবারের উপর হামলা চালিয়ে এবং তাদের বাড়ীর রান্না ঘর ও দেবতাঘর ভাঙচুর করেন। এতে এই হিন্দু নারীর পরিবারের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
অভিযুক্তরা ওই নারীর বসৎঘর এবং দেবতাঘর ভাংচুর করেও থেমে নেই। এই প্রভাবশালীদের এমন কান্ডের প্রতিবাদ করায় তারা কিপ্ত হয়ে নির্মালা রানীর পরিবারের লোকজনের উপর প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। পরে তাদের চিৎকার শুনে অন্যান্য প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে তারা এই প্রভাবশালী-সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পান। কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে স্থানীয় কোন লোক প্রতিবাদ করার সাহস পায়নি। বিধায় তারা দিনের পর দিন এই হিন্দু পরিবারের উপর নির্যাতন করে যাচ্ছে। সর্বশেষ তারা একদম নিরুপায় হয়ে এই প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্মালা রানী বর্মন। অভিযোগ করেও তিনি নিরাপদ নয়। যে কোন সময় তাদের উপর আরও বড় ধরণের হামলা হতে পারে।
এই প্রভাবশালী-সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে আশু হস্থক্ষেপ কামনা করছেন নির্মালা রানী বর্মন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd