গোয়াইনঘাটে সম্প্রসারিত বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

গোয়াইনঘাটে সম্প্রসারিত বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম বলেছেন, যে কোন ধরনের অপরাধ দমনে থানা পুলিশকে সহযোগিতা করুন, দেখবেন আমরাই আপনাদেরকে একটি আলোকিত গোয়াইনঘাট উপহার দেব। এজন্য সমাজের অপরাধ, ছিনতাই, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ এবং মাদক ইয়াবা সেবন ও পাচার রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে নিরলসভাবে এগিয়ে আসতে হবে। সর্বস্থরের মানুষের ঐকান্তিকতা আর নিরলস প্রচেষ্টায় একটি আলোকিত গোয়াইনঘাট তথা বাংলাদেশ বিনির্মান করা সম্ভব।

গোয়াইনঘাট থানা পুলিশের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত বিট পুলিশিং বিষয়ক কার্যক্রম অনুষ্ঠানে গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলীরগাঁও ইউনিয়নের পরিষদ কমপ্লেক্স মাঠে গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান’র পরিচালনায় ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মো. সুহেল আহমদ, উপজেলা যুবলীগের সদস্য গোলাম করিম শামিম, ৫নং আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ওলি উল্লাহ, ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শফিকুর রহমান, নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল খায়ের, গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মান্নান, এএসআই সালাহ উদ্দিন, সমাজ সেবক ফখরুল ইসলাম, ৯নং ওয়ার্ড সদস্য মো. শাহিম আহমদ, সদস্যা সমছিদা বেগম, প্রবাসী নেতা আলিম আহমদ সজিব, যুবলীগ নেতা হারুন রশীদ প্রমূখ।

এসময় উপস্থিত জনসাধারণ গোয়াইনঘাট উপজেলা তথা ইউনিয়ন ও গ্রামাঞ্চলে বিভিন্ন স্থানে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিরালস ভাবে কাজ করছে মর্মে ভূয়সী প্রশংসা করে বলেন, আমরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ বাংলাদেশ পুলিশ এর এই মহতি উদ্যোগ স্বাগত জানাই। এই উদ্যোগ সঠিকভাবে পরিচালিত হলে সমাজ থেকে যুব সমাজ আলোর পথে ফিরে আসবে বলে মনে করেন উপস্থিত জনসাধারণ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..