সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগরে এস. এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে বিপুল পরিমাণের নকল সিগারেট ও বিড়ি আটক করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় সিলেট কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সাইজ বিভাগ ওই নকল সিগারেট ও নকল বিড়ি জব্দ করে।
আটককৃত সিগারেটের মধ্যে রয়েছে পুরবি ব্র্যান্ডের ৪০ হাজার শলাকা, ডারবি ব্র্যান্ডের নকল ১ লাখ শলাকা। এছাড়াও ১ লাখ ৮ হাজার পিস নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িও আটক করা হয়। যার বাজারমুল্য আনুমানিক ৮ লাখ টাকা। অধিকতর তদন্তের জন্য কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ নকল সিগারেট ও বিড়ি নিজেদের হেফাজতে রেখেছে। এই ধরনের নকল সিগারেট-বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণের কারণে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
সিলেট কাস্টমস ভ্যাট অ্যান্ড এক্সাইজ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে যে, শনিবার আটককৃত অবৈধ সিগারেট ও বিড়ি তাঁদের হেফাজতে রয়েছে। সিলেট কাস্টমসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ ব্যাপারে ফৌজদারি মামলা করা হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd