সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণ ও চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৯।
মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি একটি অভিযান চালিয়ে মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণকৃত মাওলানা মোশাহিদ আলীকে উদ্ধার করে।
এ সময় অপহরণ ও চাঁদাবাজ চক্রের সদস্য সুনামগঞ্জ সদর উপজেলার বিন্দাবন নগর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে মো. আল আমীন (২৮), একই এলাকার সফিক মিয়ার ছেলে মো. জুনায়েদ আহমদ (৩৪), একই জেলার দোয়ারাবাজার উপজেলার মো. রইছ আলীর ছেলে মো. মেহেদী হাসান জীবন (২০) এবং সিলেট নগরের মজুমদার কটেজ, রাগীব-রাবেয়া রোডের আলী আকবরের ছেলে মো. বাবলু আহমদ (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তরকৃতদের এসএমপির কোতোয়ালী থানায় স্থানান্তর করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd