নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

নিজের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

ক্রাইম সিলেট ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়ু গোপাল সরকারকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়ু গোপালকে আটক করে পুলিশ। আটক নাড়ু গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে।

মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, গত ৭-৮ মাস যাবৎ মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে আসছিলেন নাড়ু গোলাম। এবিষয় নিয়ে এর আগে মেয়ে আত্মহত্যাও করতে গিয়েছিল। কিন্তু গত ৭ আগস্ট রাত তিনটার দিকে একই ঘটনা ঘটায় বাবা নাড়ু গোপাল। এসময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নিজ মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল নাড়ু গোপাল। ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..