ছাত্রীকে উত্যক্ত করায় প্রধান শিক্ষককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

ছাত্রীকে উত্যক্ত করায় প্রধান শিক্ষককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্যক্ত করায় শরিফুল ইসলাম নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম স্কুল ও কলেজে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম স্কুল ও কলেজের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম (৪২)। তার স্কুলের কয়েকজন ছাত্রীকে স্কুল কক্ষেই দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জেএসসি পরীক্ষায় নম্বর বেশি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছিলেন ওই শিক্ষক। বিষয়টি ওই ছাত্রী অভিভাবকের কাছে জানালে শনিবার বিকেলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আটকের পর গণপিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।

আটক শরিফুল ইসলাম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। তিনি সাভারের নয়ারহাট এলাকায় বাসা ভাড়া থেকে ধামরাইয়ের সুয়াপুর মাইলেশিয়াম স্কুল ও কলেজে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ধামরাই থানার এসআই আনোয়ার হোসেন দুই ছাত্রী উত্যক্তের ঘটনায় প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আটকের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..