সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট-তামাবিল সড়কে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে পণ্যবাহী সকল পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কাল সোমবার এই ধর্মঘট আহবান করে। তবে সেই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।
এই সংগঠন বলছে, ধর্মঘটের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং এ বিষয়ে নেতৃবৃন্দ কোনভাবে অবগত নন।
সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদেরর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহ মালিক সমিতির অন্তর্ভূক্ত সিলট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি সিলেট জেলার সকল ট্রাক কাভার্ডভ্যান মালিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে মালিক ও শ্রমিকদের সব ধরনের স্বার্থ সংরক্ষণে কাজ করে আসছে। কিন্তু এ বিষয়ে কোন ধরনের আলোচনা বা সমন্বয় ছাড়া হঠাৎ করে সিলেটের গুরুত্বপূর্ণ সিলেট-তামাবিল সড়কে ২০১২ সালে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাতিলকৃত কথিত অস্তিত্বহীন সংগঠন জেলা ট্রাক মালিক গ্রুপ ও একটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট সিলেটের পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।’
তারা বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে এমনিতেই পরিবহন মালিক ও শ্রমিকরা চরম আর্থিক দূরাবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। এমন মুহূর্তে এ ধরনের হঠকারী কর্মসূচী মরার উপর খfড়ার ঘা।’
সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, ‘একটি কুচক্রীমহল সিলেটে পরিবহন সেক্টরে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে গোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিকসহ সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সহসভাপতি শাহ নুরুর রহমান, সহ সভাপতি মুজিবুর রহমান, মছব্বির আলী, শমসের মর্তুজা, সাধারণ সম্পাদক মইনুল হক, সহ সাধারণ সম্পাদক এমরান চৌধুরী, কয়ছর আলী জালালি, ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান খান, অর্থ সম্পাদক শায়েস্তা মিয়া, দফতর সম্পাদক মুহিত মিয়া, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম ফখর, নির্বাহী সদস্য সৈয়দ রাজিব আহমদ প্রমুখ।
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর সারিঘাট এলাকায় বাঁশকল বসিয়ে ‘চাঁদাবাজির’ ঘটনায় পণ্যবাহী পরিবহনে ধর্মঘট আহবান করা হয়। একইসাথে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ৭২ ঘন্টার আলটিমেটামও প্রদান করে। এর মধ্যে যদি বাঁশকল উচ্ছেদ না হয়, তাহলে সিলেট জেলাভিত্তিক পণ্যবাহী সকল পরিবহণে ধর্মঘটের ডাক দেওয়ার হুশিয়ারি দিয়েছে সংগঠনগুলো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd