সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট :: গোয়াইনঘাট উপজেলার প্রায় বেশিরভাগ মানুষের যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে গোয়ানঘাট সালুটিকর রাস্তা, যেটা দিয়ে উপজেলার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীগণ ও চলাচল করেন।
বারবার এর বন্যায় আর ভারী যানবাহন চলাচলের কারণে প্রতিটা ব্রিজের মুখেই ছোট ও বড় ধরনের গর্তের ও ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে যানবাহন চলাচলের পথে প্রতিবন্ধকতা। এমনকি প্রাণহানির আশঙ্কা রয়েছে, মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রিজ ও কালভার্ট মুখ।
এমন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে উপজেলার শত শত যানবাহন। এ অবস্থায় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে সংশ্লিষ্ট এলাকাবাসী।
এ অবস্থায় ঝুঁকির মুখে চলাচল করছে সেখানকার হাজার হাজার মানুষ। গোয়াইনঘাট উপজেলার গুরকচি কাটখাল বঙ্গবীর, সাকের পেকেরখাল, তোয়াকুল, পাইকরাজ, জাঙ্গাইল, নন্দিরগাঁও, নওয়াগাঁও, দামারিপার সবকটি ব্রীজ-ই খুবই নাজুক অবস্থায় রয়েছে।
এলাকাবাসী বলেন বিশেষ করে ডেলিভারি রোগী সহ অন্যান্য রোগীদের নিয়ে যাতায়াতে তাদের খুবই কষ্ট হয়। প্রতিটা ব্রীজের প্রশস্ততা কম হওয়া ও ভাঙ্গনের কারনে যানজটের সৃষ্টি হয়। ফলে সময়মতো রোগীদের নিয়ে হাসপাতালে পৌঁছতে পারেন না। এলাকাবাসী মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুক্তভোগী মানুষদের কথা চিন্তা করে এদিকে দৃষ্টি দিবেন বলে তারা আশাবাদী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd